বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জিয়ার ৮৬তম জন্মবার্ষিকী পালিত

রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জিয়ার ৮৬তম জন্মবার্ষিকী পালিত

জয়নাল আবেদীন: রংপুরে গনতন্ত্র পুনুরুদ্ধার ও বেগম জিয়াকে মুক্ত করার শপথ নিয়ে বিএনপির জনক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রুপকার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ লক্ষ্যে মহানগর ও জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ সহোযোগী সংগঠন সমূহ নানা কর্মসূচী পালন করে।

গতকাল বিকেলে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্দ্যেগে গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক রইচ আহম্মেদ,মহানগর বিএনপির সহ সভাপতি সুলতান আলম বুলবুল,সাধারন সম্পাদক সইদুল ইসলাম মিজু,যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লাকু,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু,মহিলা দল সাধারন সম্পাদক আরজানা বেগম, মহানগর যুবদল যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু,মহানগর কৃষক দল আহবায়ক শাহ নেওয়াজ লাবু,জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপু,মহানগর তাতী দলের আহবায়ক সাহেদ ইকবাল, সদস্য সচিব এমএম আলম পান্না,জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সিঃ সহ সভাপতি মাহাবুব হোসেন সুমন,সহ সভাপতি নোমান হোসেন, দপ্তর সম্পাদক দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে অনুরুপ ভাবে জেলা যুবদল সহ অন্যান্য অঙ্গ ও সহোযোগী সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করে। এর আগে বুধবার জেলার সকল উপজেলাতেও জিয়ার জন্ম দিন বিএনপি ও অঙ্গসংগঠন গুলো বিপুল উৎসাহ আর উদ্দীপনায় গভীর শ্রদ্ধার সাথে পালন করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments