বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে আন্তঃজেলা অপহরণ চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার

রংপুরে আন্তঃজেলা অপহরণ চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরে আন্তঃজেলা অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ ।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

র‌্যাব জানায়, খুলনার খালিশপুর গোয়ালখালী’র দুইজন নার্সারী ব্যবসায়ী অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা করে আসছিলো। সেই সূত্র ধরে ইছা মিয়া ও তার সহযোগি আব্দুল লতিফ খুলনা খালিশপুরে চারা ক্রয়ের উদ্যেশ্যে যান এবং রংপুরের মাটি পরীক্ষা করার জন্য খুলনার ওই ব্যবসায়ীকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে খুলনার ব্যবসায়ী গত ১৩ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টায় রংপুর মডার্ণ মোড়ে পৌছালে অপহরণকারী ও মুক্তিপণ চক্রের সদস্যরা মোটর সাইকেলে করে গংগাচড়া উপজেলার ফুলবাড়ির চরড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে নিয়ে যায়। অপহরণকারী ও মুক্তিপণ চক্রের সক্রিয় সদস্যরা হলেন, বাচ্চু চন্দ্র, স্বপন রায় ও খাদিজা বেগম । তাদেরকে ইতপূর্বে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।পরে তাদের একটি নির্জন কক্ষে হাত পা বেঁধে পাঁচ লক্ষ টাকা টাকা মুক্তিপন দাবী করে এবং ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে স্বজনের কাছে ২০ হাজার টাকা আদায় করেন। সেই বিকাশের লেনদেনের সূত্র ধরে ১৪ জানুয়ারী র‌্যাব-১৩ অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারী ও মুক্তিপণ চক্রের সক্রিয় সদস্য বাচ্চু চন্দ্র, স্বপন রায় ও খাদিজা বেগমকে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে।

অভিযানকালে সুকৌশলে অপহরণকারী চক্রের মুল হোতা ইছা মিয়া ও তার সহযোগি আব্দুল লতিফ মিয়া পালিয়ে যায়। পালিয়ে যাওয়া অপহরণকারী চক্রের মুলহোতা ইছা মিয়াকে গাইবান্ধা জেলা ধাপেরহাট থেকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার হেমায়েতপুর থেকে আব্দুল লতিফকে ১৯ জানুয়ারী গ্রেফতার করে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য ও এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments